নমস্কার বন্ধুরা কেমন আছ? আসা করি সব ভালো চলছে। এইবার পুজো তে অনেক বেস্ততার জন্য কুনো রকম ব্লগ পোস্ট করতে পারি নি, পুজো এইবার অনেক অনেক আনন্দে কেটেছে , স্পেচিয়ালি নবমী এবং দশমী তে আমাদের লোকালিতী তে এক আনন্দের স্রোত বসে ছিল। জায়ান্তি নগর, টাইগার ক্লাব, বারবারই পুজো, হনুমান মন্দির, নতুন কালিবাড়ি রোড এর পুজো এইবারের আকর্সন ছিল আর বাকি সব পুজো মন্ডপ ই এইবার খুব যাক জমক ছিলো। সিম্ফনি গ্রুপ এ আয়োজন করা রাবন বধ ফেস্টিভাল ও খুব ভালো হয়েছে।
পুলিশ প্রশাসন এ নিজের কর্তব্য অনেক ভালো ভাবে পালন করেছে।হিন্দু , মুসলিম, জায়নিস্ম এবং প্রততেকেরা শান্তির সহিত পুজোর আনন্দ উপভোগ করেছে।
আমাদের এইখানে অনেকদিন পর এমন এক আনন্দের হাওয়া বসেছে। আশা করি প্রত্যেক এ এমন আনন্দের সহিত আমদের পুজো আর ঈদ পালন করব।
I know you all waiting for the puja's snap:
..............CLICK HERE...............
পুলিশ প্রশাসন এ নিজের কর্তব্য অনেক ভালো ভাবে পালন করেছে।হিন্দু , মুসলিম, জায়নিস্ম এবং প্রততেকেরা শান্তির সহিত পুজোর আনন্দ উপভোগ করেছে।
আমাদের এইখানে অনেকদিন পর এমন এক আনন্দের হাওয়া বসেছে। আশা করি প্রত্যেক এ এমন আনন্দের সহিত আমদের পুজো আর ঈদ পালন করব।
I know you all waiting for the puja's snap:
..............CLICK HERE...............